পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় টিউটোরিয়াল -৬২
পঞ্চম
শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
বাংলাদেশ
ও বিশ্বপরিচয়
বাংলাদেশ
ও বিশ্বপরিচয়
সিনিয়র
শিক্ষক, উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ
আমাদের
মুক্তিযুদ্ধ
অল্প
কথায় উত্তর দাও
প্রশ্ন
: এমন পাঁচটি ঘটনার কথা লিখ যা মুক্তিযুদ্ধ সংঘটনে ভূমিকা রেখেছিল?
উত্তর
: স্বাধীনতার টকটকে লার সূর্যটি ছিনিয়ে আনতে ১৯৭১ সালে পাকবাহিনীর সঙ্গে আমাদের যে
রক্তক্ষয়ী যুদ্ধ হয় তা-ই বাঙালির ইতিহাসে গৌরবময় মহান মুক্তিযুদ্ধ হিসেবে খ্যাত।
মুক্তিযুদ্ধ সংঘটনের ভূমিকা রেখেছিল এমন পাঁচটি ঘটনার কথা নিচে দেয়া হল-
*
১৯৫২ সালের ভাষা আন্দোলন
*
১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন
*
১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
*
১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়
*
১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে ঘুমন্ত ঢাকাবাসীর ওপর পাকিস্তান সেনাবাহিনীর নারকীয়
গণহত্যা ও বাঙালিদের প্রতিরোধ
সুতরাং,
ওপরের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাগুলো মুক্তিযুদ্ধ সংঘটনে গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করেছিল।
প্রশ্ন
: আজ থেকে কত বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছিল?
উত্তর
: আজ থেকে প্রায় ৪৪ বছর আগে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ সংঘঠিত হয়েছিল।
প্রশ্ন
: মুক্তিযুদ্ধে ভারত আমাদের কীভাবে সাহায্য করেছিল?
উত্তর
: ১৯৭১ সালে পাকিস্তানিদের সঙ্গে আমাদের রক্তক্ষয়ী যুদ্ধ হয়। এ যুদ্ধই ইতিহাসে
মহান, গৌরবময় মুক্তিযুদ্ধ। আমাদের দেশের তিন দিকেই প্রতিবেশী দেশ, ভারতের অবস্থান।
মুক্তিযুদ্ধে ভারত আমাদের নানাভাবে সাহায্য করেছিল। যেমন-
*
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে হানাদার বাহিনীর নির্বিচার গণহত্যা ও ধ্বংসযজ্ঞের পর
থেকেই এ দেশের প্রায় এক কোটি মানুষকে শরণার্থী হিসেবে ভারত আশ্রয় দেয়।
*
শরণার্থীদের ভারত সরকার ও বন্ধুপ্রতীম ভারতের জনগণ খাদ্য, বস্ত্র, চিকিৎসা দিয়ে
সহায়তা করে।
*
ভারত সরকার মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে।
*
যুদ্ধের শেষের দিকে ভারত সামরিক শক্তি দিয়েও আমাদের সহায়তা করে। যুদ্ধকালীন ভারতীয়
এ সহায়তাকারী বাহিনীকে মিত্রবাহিনী বলা হতো। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সমন্বয়ে
১৯৭১ সালের ২১ নভেম্বর একটি যৌথবাহিনী গঠন করে।
*
ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী, ইন্দিরা গান্ধী বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে
বিশ্ব জনমত গঠনের লক্ষে সারা বিশ্ব ভ্রমণ করে বেড়িয়েছেন।
*
৩ ডিসেম্বর যৌথবাহিনী প্রকাশে একযোগে স্থল, নৌ ও আকাশপথে আক্রমণ করে। এ তীব্র আক্রমণের
মুখে পাকিস্তানি বাহিনী যৌথবাহিনী প্রধান জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে
আত্মসমর্পণ করে।
*
মুক্তিযুদ্ধ চলাকালে ৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় ভারত।
সুতরাং,
বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতিবেশী রাষ্ট্র, ভারতের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আমরা আজীবন তাদের এ মহান অবদানকে বিনম্রচিত্তে স্মরণ করব।
No comments