পঞ্চম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা টিউটোরিয়াল -০২

ইসলাম ও নৈতিক শিক্ষা, 
মো. ফোরকান আহমেদ, সহকারী শিক্ষক, মুনলাইট মডেল স্কুল অ্যান্ড কলেজ
আকাইদ
[পূর্বে প্রকাশিত অংশের পর]
১৩. সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম কী?
ক. দারুস সালাম খ. জান্নাতুল ফিরদাউস
গ. দারুন নাঈম ঘ. দারুল মাকাম
সঠিক উত্তর : (খ)
১৪. ইসলামের মূল বিষয়গুলোর ওপর বিশ্বাসকে কী বলে?
ক. ইমান খ. ইহসান গ. রিসালাত ঘ. নবুয়ত
সঠিক উত্তর : (ক)
১৫. নবী-রাসূলগণ শিক্ষা দিতেন-
i. উত্তম চরিত্র ii. নীতি-নৈতিকতা
iii. বিজ্ঞান ও অর্থনীতি
নিচের কোনোটি সঠিক?
ক. i ও ii খ. i গ. ii ঘ. iii
সঠিক উত্তর : (ক)
১৬. ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকে কী বলা হয়?
ক. ইহসান খ. ইদগাম গ. ইমান ঘ. ইসলাম
সঠিক উত্তর : (গ)
১৭. দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন কত গুণ বেশি উত্তপ্ত?
ক. পঞ্চাশ খ. ষাট গ. সত্তর ঘ. আশি
সঠিক উত্তর : (গ)
১৮. ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় কী?
ক. তাওহিদ খ. রিসালাত
গ. আখিরাত ঘ. তাকদির
সঠিক উত্তর : (ক)
১৯. নবুয়তে বিশ্বাস করা অপরিহার্য কেন?
ক. নেতা হওয়ার জন্য
খ. ইমানদার হওয়ার জন্য
গ. আত্মোন্নতির জন্য ঘ. শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য
সঠিক উত্তর : (খ)
২০. এক নবীর পর অপর নবী সাধারণত কয়টি কারণে এসে থাকে?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
সঠিক উত্তর : (গ)
২১. ইমানের কয়টি দিক রয়েছে?
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি
সঠিক উত্তর : (গ)
২২. তিনি তো আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী- কোন সূরায় বলা হয়েছে?
ক. আহযাব খ. যারিআত গ. ইবরাহিম ঘ. মুহাম্মদ
সঠিক উত্তর : (ক)
২৩. নবী-রাসূলগণের ওপর বিশ্বাস করা কী?
ক. সুন্নত খ. ওয়াজিব গ. ফরজ ঘ. মুস্তাহাব
সঠিক উত্তর : (গ)
২৪. জাহান্নামিদের পানীয় কী হবে?
ক. শীতল পানি খ. কোমল পানীয়
গ. রক্ত ও পুঁজ ঘ. বৃক্ষের রস
সঠিক উত্তর : ( গ)

No comments

Powered by Blogger.