পঞ্চম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা টিউটোরিয়াল -০৩

ইসলাম ও নৈতিক শিক্ষা
মো. ফোরকান আহমেদ, সহকারী শিক্ষক, মুনলাইট মডেল স্কুল অ্যান্ড কলেজ
আকাইদ
[পূর্বে প্রকাশিত অংশের পর]
২৫. আসমানি কিতাব সর্বমোট কয়খানা?
ক. ১০৪ খ. ১০৬ গ. ১০৮ ঘ. ১১০
সঠিক উত্তর : (ক)
২৬. তাকদির শব্দের অর্থ কী?
ক. ভাগ্য খ. বিশ্বাস গ. আমল ঘ. আনুগত্য
সঠিক উত্তর : (ক)
২৭. মানবজাতির মহান শিক্ষক কারা?
ক. বাবা-মা খ. নবী-রাসূলগণ
গ. ফেরেশতাগণ ঘ. সাহাবিগণ
সঠিক উত্তর :( খ)
২৮. রাসূল (সা.)-এর পথ হল-
i. সফলতার পথ ii. মুক্তির পথ
iii. উত্তম পথ
নিচের কোনোটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও ii, iii
সঠিক উত্তর : (ক)
২৯. জান্নাতের স্তর কয়টি?
ক. সাত খ. আট গ. নয় ঘ. দশ
সঠিক উত্তর : ( খ)
৩০. বারযাখ হল-
ক. হাশরের জীবন খ. মিজানের জীবন
গ. জান্নাতের জীবন ঘ. কবরের জীবন
সঠিক উত্তর : (ঘ)
৩১. জান্নাত কেমন?
ক. সীমাহীন কষ্টের জায়গা খ. চিরনিদ্রার স্থান
গ. সদা জাগরণের জায়গা ঘ. চিরশান্তির স্থান
সঠিক উত্তর : (ঘ)
৩২. শাফআত সাধারণত কত প্রকার?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
সঠিক উত্তর : (ক)
৩৩. আকিদা শব্দের অর্থ কী?
ক. ভাগ্য খ. কপটতা গ. সমাপ্ত ঘ. বিশ্বাস
সঠিক উত্তর : (ঘ)
৩৪. মুমিন হওয়ার জন্য জরুরি-
i. ইসলামের প্রতি আন্তরিক বিশ্বাস
ii. মুখে স্বীকার করা
iii. বিশ্বাস অনুযায়ী আমল করা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : (ঘ)
৩৫. শাফআত অর্থ-
ক. সুপারিশ খ. ওকালতি
গ. প্রার্থনা ঘ. সবগুলো
সঠিক উত্তর : (ঘ)
৩৬. যে ব্যক্তি ইমান আনে তাকে কী বলা হয়?
ক. মুমিন খ. মুত্তাকি
গ. পরহেজগার ঘ. সত্যবাদী
সঠিক উত্তর : (ক)

1 comment:

Powered by Blogger.