পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় টিউটোরিয়াল -৬৪

বাংলাদেশ ও বিশ্বপরিচয় 
আফরোজা বেগম, সিনিয়র শিক্ষক, উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা
আমাদের মুক্তিযুদ্ধ
প্রশ্ন : মুক্তিযুদ্ধের রাষ্ট্রীয় উপাধিগুলো কী কী?
উত্তর : ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় ঘটনা। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা লাভ করেছি আমাদের এ প্রিয় দেশ, বাংলাদেশ।
যুদ্ধের পর মুক্তিযুদ্ধের বীরত্ব ও সাহসিকতা প্রদর্শনের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার চারটি বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধি প্রদান করে। যথা-
বীরশ্রেষ্ঠ (সর্বোচ্চ উপাধি) : মুক্তিযুদ্ধে অসীম সাহসের সঙ্গে যুদ্ধ করে শহীদ হয়েছেন এমন ৭ জনকে এ উপাধিতে ভূষিত করা হয়।
* বীর উত্তম
* বীরবিক্রম : সাহসিকতা আর ত্যাগের জন্য এ উপাধিগুলো দেয়া হয়েছে।
* বীরপ্রতীক
সব মুক্তিযোদ্ধা ও অগণিত সাধারণ মানুষের অবদানে আমরা লাভ করেছি আমাদের স্বাধীনতা। তাদের মহান অবদানের কথা আজীবন আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব ও তাদের স্বপ্নের সোনার বাংলা গঠনে আমরা আপ্রাণ
চেষ্টা করব।
প্রশ্ন : আমরা এখন কীভাবে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করি?
উত্তর : ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস।
১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশ পাকিস্তানিদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে। আমরা এখন নানা কর্মসূচির মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করি।
* আমরা দিবসটিকে বাংলাদেশের অন্যতম জাতীয় দিবস হিসেবে পালন করি।
* এদিন প্রথম সূর্যোদয়ের পর থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এ দেশের সর্বস্তরের জনগণ।
* বিভিন্ন সরকারি, বেসরকারি ও গুরুত্বপূর্ণ ভবনগুলো জাতীয় পতাকা দিয়ে সাজানো হয় ও আলোকসজ্জা করা হয়।
* বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয়।
* বিভিন্ন দেশীয় খেলার প্রতিযোগিতার আয়োজন করা হয়।
* বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালনের মধ্য দিয়ে তাদের আবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
* মিলাদ মাহফিলের মাধ্যমে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
* সমাজে নানা গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার দেশি-বিদেশি নানা গুণীজনকে পদক প্রদান করেন।
* বিভিন্ন বাহিনী ও শিশু-কিশোরদের কুচকাওয়াজের আয়োজন করা হল এ দিন।
* বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ দিনটি বর্ণাঢ্যভাবে পালন করে।
সুতরাং, দেশের সর্বস্তরের জনগণ সরকারের সঙ্গে রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা দিবসকে পালন করে গর্বের সঙ্গে।

No comments

Powered by Blogger.