পঞ্চম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা টিউটোরিয়াল -০১

ইসলাম ও নৈতিক শিক্ষা
মো. ফোরকান আহমেদ,সহকারী শিক্ষক, মুনলাইট মডেল স্কুল অ্যান্ড কলেজ
আকাইদ
১. নিফাক শব্দের অর্থ কী?
ক. বাচাল খ. অবিশ্বাস গ. কপটতা ঘ. মিথ্যাচার
সঠিক উত্তর : (গ)
২. নৈতিকতা হল-
i. সত্য কথা বলা ii. নিজের মতো চলা
iii. ভ্রাতৃত্বের সম্পর্ক গড়া
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. iii
সঠিক উত্তর : (গ)
৩. আকিদা শব্দের বহুবচন কোনটি?
ক. আকিদা খ. আকাইদ গ. উকুদুন ঘ. তাকিদুন
সঠিক উত্তর :(খ)
৪. কোনটি আল্লাহ নিকট একটি বড় নিয়ামত?
ক. ইমান খ. জুলুম গ. সদকা ঘ. হাবিয়া
সঠিক উত্তর :(ক)
৫. জান্নাত হল-
i. মণিমুক্তা দ্বারা নির্মিত বাসস্থান
ii. মুমিনদের বাসস্থান iii. চির শান্তির স্থান
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : (ঘ)
৬. বেহেশত কোন ভাষার শব্দ?
ক. আরবি খ. ফারসি গ. উর্দু ঘ. হিন্দি
সঠিক উত্তর :(খ)
৭. আল্লাহর রং হল-
i. তাঁর দ্বীন ii. তাঁর নির্লিপ্ততা
iii. তাঁরা গুণাবলি
নিচের কোনোটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. iii
সঠিক উত্তর : (গ)
৮. খতম শব্দের অর্থ কী?
ক. শুরু খ. পড়া গ. শেষ ঘ. দায়িত্ব
সঠিক উত্তর : (গ)
৯. আখিরাত কী?
ক. পৃথিবীর ধ্বংস খ. মৃত্যুর পরবর্তী জীবন
গ. মানুষের উত্থান ঘ. মৃত্যুর আগের জীবন
সঠিক উত্তর : (খ)
১০. আখিরাতে দ্বিতীয় পর্যায় কোনটি?
ক. কিয়ামত খ. হাশর গ. কবর ঘ. মিযান
সঠিক উত্তর : (ক)
১১. আল্লাহ অমুখাপেক্ষী- কোন সূরার আয়াত?
ক. বাকারা খ. মায়িদা
গ. ইখলাস ঘ. ফাতিহা
সঠিক উত্তর : (গ)
১২. প্রকৃত মুমিন হওয়ার জন্য কয়টি বিষয় থাকা জরুরি?
ক. তিনটি খ. চারটি
গ. পাঁচটি ঘ. ছয়টি
সঠিক উত্তর :(ক)

No comments

Powered by Blogger.