পঞ্চম শ্রেণি - প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ১ : শূন্যস্থান পূরণ (১-২০)
অধ্যায় ১
প্রশ্ন ১ : মানুষের শ্বাস গ্রহণের জন্য প্রয়োজন।
উত্তর: বায়ু
প্রশ্ন ২: মানুষ বাদে অন্যান্য প্রাণীও বেঁচে থাকার জন্য _____ ওপর নির্ভরশীল। উত্তর: জড় বস্তুর
প্রশ্ন ৩: সব প্রাণীর _____ থাকার জন্য বায়ু, পানি খাদ্য প্রয়োজন।
উত্তর: বেঁচে
প্রশ্ন ৪: বেঁচে থাকার জন্য উদ্ভিদ পরিবেশের বিভিন্ন _____ বস্তুর ওপর নির্ভর করে।
উত্তর: জড়
প্রশ্ন ৫: উদ্ভিদ সূর্যের আলো, পানি, বায়ু থেকে _____ ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে।
উত্তর: কার্বন ডাই-অক্সাইড
প্রশ্ন ৬: উদ্ভিদের ত্যাগ করা _____ প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে।
উত্তর: অক্সিজেন
প্রশ্ন ৭: উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ণ ও বীজের বিস্তরণের জন্য _____ ওপর নির্ভরশীল।
উত্তর: প্রাণীর
প্রশ্ন ৮: উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা _____ ব্যবহার করে।
উত্তর: কার্বন ডাই-অক্সাইড
প্রশ্ন ৯: সার পুষ্টি হিসেবে ব্যবহার করে _____ বেড়ে ওঠে।
উত্তর: উদ্ভিদ
প্রশ্ন ১০: পরাগায়ণের ফলে উদ্ভিদের _____ সৃষ্টি হয়।
উত্তর: বীজ
প্রশ্ন ১১: পাখি, মৌমাছি ইত্যাদি ______ সাহায্য করে।
উত্তর: পরাগায়নে
প্রশ্ন ১২: মাতৃউদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের ______ ।
উত্তর: বিস্তরণ
প্রশ্ন ১৩: প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ______ ওপর নির্ভরশীল।
উত্তর: উদ্ভিদের
প্রশ্ন ১৪: উদ্ভিদ সূর্যের ______ ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে।
উত্তর: আলো
প্রশ্ন ১৫: সবুজ উদ্ভিদ থেকেই খাদ্য শৃঙ্খলের ______ ।
উত্তর: শুরু
প্রশ্ন ১৬: বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া হলো ______ ।
উত্তর: খাদ্যশৃঙ্খল
প্রশ্ন ১৭: যেকোনো ______ অনেক খাদ্য শৃঙ্খল থাকে।
উত্তর: বাস্তুসংস্থানে
প্রশ্ন ১৮: বাস্তুসংস্থানের সব উদ্ভিদ ও প্রাণী কোনো না কোনো খাদ্য ______ অন্তর্ভুক্ত।
উত্তর: শৃঙ্খলের
প্রশ্ন ১৯: একাধিক খাদ্যশৃঙ্খল একত্র হয়ে ______ তৈরি করে।
উত্তর: খাদ্যজাল
প্রশ্ন ২০: কোনো স্থানের সব জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের ।
উত্তর: বাস্তুসংস্থান
পারভীন সুলতানা, সহকারী শিক্ষক, মিরপুর প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
No comments