পি এস সি গণিত বহুনির্বাচনি প্রশ্ন টিউটোরিয়াল -১০
যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
তোমাদের অনুশীলনের সুবিধার জন্য ধারাবাহিকভাবে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: বাংলাদেশ দলের ক্রিকেটার সাকিব আল হাসানের ৩টি ওয়ানডে ম্যাচের সিরিজে সংগৃহীত রান ৪৮, ৫২, ৫৩। তিনি গড়ে কতরান করেছেন?
ক. ৪১ রান খ. ৪৯ রান গ. ৫০ রান ঘ. ৫১ রান
উত্তর: ঘ. ৫১ রান
প্রশ্ন: ৩টি ঝুড়িতে ৪৫টি ফজলি আম আছে। তাহলে প্রতিটি ঝুড়িতে গড়ে ফজলি আমের সংখ্যা কত?
ক. ১০ খ. ১৫ গ. ২৫ ঘ. ৩৫
উত্তর: খ. ১৫
প্রশ্ন: মিনা ও তার বন্ধুদের বয়সের সমষ্টি ৬০ বছর। তাদের বয়সের গড় ১২ বছর। মিনাদের কতজন বন্ধুর বয়সের সমষ্টি উল্লেখকরা হয়েছে?
ক. ৩ জন খ. ৪ জন গ. ৫ জন ঘ. ৬ জন
উত্তর: গ. ৫
প্রশ্ন: ২৫, ২৮, ৩৮, ৪০, ৪৮, ৭৯ সংখ্যাগুলোর গড় কত?
ক. ৮৬ খ. ৭২ গ. ৬৪ ঘ. ৪২উত্তর: ঘ. ৫১ রান
প্রশ্ন: ৩টি ঝুড়িতে ৪৫টি ফজলি আম আছে। তাহলে প্রতিটি ঝুড়িতে গড়ে ফজলি আমের সংখ্যা কত?
ক. ১০ খ. ১৫ গ. ২৫ ঘ. ৩৫
উত্তর: খ. ১৫
প্রশ্ন: মিনা ও তার বন্ধুদের বয়সের সমষ্টি ৬০ বছর। তাদের বয়সের গড় ১২ বছর। মিনাদের কতজন বন্ধুর বয়সের সমষ্টি উল্লেখকরা হয়েছে?
ক. ৩ জন খ. ৪ জন গ. ৫ জন ঘ. ৬ জন
উত্তর: গ. ৫
প্রশ্ন: ২৫, ২৮, ৩৮, ৪০, ৪৮, ৭৯ সংখ্যাগুলোর গড় কত?
উত্তর: ঘ. ৪২
প্রশ্ন: টাঙ্গাইল প্রিপারেটরি স্কুলের ১০ জন শিক্ষার্থীর গণিতের নম্বর যথাক্রমে ৭৬, ৮১, ৮৭, ৫৬, ৪২, ৬৪, ৭৩, ৬৮, ৫০, ৭৩।উক্ত বিষয়ে তাদের গড় নম্বর কত?
ক. ৭৬ খ. ৬৯ গ. ৬৭ ঘ. ৮৬
উত্তর: গ. ৬৭
প্রশ্ন: নিপা, রিপা ও দিপা এই ৩ জনের বয়সের যোগফল ৬০ বছর। তাদের বয়সের গড় কত?
ক. ১৫ বছর খ. ২০ বছর গ. ২৫ বছর ঘ. ৩০ বছর
উত্তর: খ. ২০ বছর
প্রশ্ন: সুমন, রোকন ও বাবু এই ৩ জনের গড় বয়স ১১ বছর। তাদের বয়সের যোগফল কত?
ক. ৮ বছর খ. ১৪ বছর গ. ৩৩ বছর ঘ. ৪১ বছর
উত্তর: গ. ৩৩ বছর
প্রশ্ন: ১৩টি সংখ্যার যোগফল ১৯২৪। এদের ৭টি সংখ্যার গড় ১৭২। অন্য ৬টি সংখ্যার গড় কত?
ক. ৬০ খ. ৮০ গ. ১২০ ঘ. ১৪০
উত্তর: গ. ১২০
প্রশ্ন: ৭টি সংখ্যার যোগফল ৪০১। প্রথম ৩টি সংখ্যার গড় ৫৬ এবং শেষের ৩টি সংখ্যার গড় ৫৮। চতুর্থ সংখ্যাটি কত?
ক. ৪৯ খ. ৫৯ গ. ৬৮ ঘ. ৮৫
উত্তর: খ. ৫৯
প্রশ্ন: রিপন ও রিয়াজের বয়সের গড় ২০ বছর। রিপনের বয়স ১৫ বছর হলে রিয়াজের বয়স কত?
ক. ২৫ বছর খ. ২০ বছর গ. ১৫ বছর ঘ. ১০ বছর
উত্তর: ক. ২৫ বছর।
প্রশ্ন: ১২ সংখ্যাটি কোন সংখ্যাগুচ্ছের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক?
ক. ৩০, ৪৫, ৬০ খ. ২৪, ৩৬, ৪৮ গ. ৩০, ৩৬, ৪২ ঘ. ২৪, ৩০, ৩৬
উত্তর: খ. ২৪, ৩৬, ৪৮।
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
No comments