পি এস সি গণিত বহুনির্বাচনি প্রশ্ন টিউটোরিয়াল -১১
তোমাদের অনুশীলনের সুবিধার জন্য ধারাবাহিকভাবে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: বাবুলের ৩৫টি মার্বেল ছিল। এ থেকে ৭টি মার্বেল হারিয়ে গেল। তার মোট মার্বেলের কত অংশ হারিয়ে গেল?
ক. ৩/৩৫ খ. ৭/৩৫ গ. ৫/৩৫ ঘ. ৮/৩৫
উত্তর: খ. ৭/৩৫
প্রশ্ন: এক লিটার পেট্রলের দাম ৭২.৭৫ টাকা। ৩ লিটার পেট্রলের দাম কত?
ক. ২১৫.৫০ টাকা খ. ২১৮.২৫ টাকা
গ. ৩৪৬.৫০ টাকা ঘ. ৩৫৭.৭৫ টাকা
উত্তর: খ. ২১৮.২৫ টাকা
প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল ১৯.৮৪৫। একটি সংখ্যা ০.৯ হলে, অপরটি কত?
ক. ২২.০৫ খ. ২৩.৫০ গ. ২৬.৭৫ ঘ. ৩২.৬৫
উত্তর: ক. ২২.০৫
প্রশ্ন: ২৪.৫ কেজি আলুর দাম ৩৬৭.৫০ টাকা। ১ কেজি আলুর দাম কত?
ক. ১০ টাকা খ. ১১ টাকা গ. ১২ টাকা ঘ. ১৫ টাকাউত্তর: খ. ৭/৩৫
প্রশ্ন: এক লিটার পেট্রলের দাম ৭২.৭৫ টাকা। ৩ লিটার পেট্রলের দাম কত?
ক. ২১৫.৫০ টাকা খ. ২১৮.২৫ টাকা
গ. ৩৪৬.৫০ টাকা ঘ. ৩৫৭.৭৫ টাকা
উত্তর: খ. ২১৮.২৫ টাকা
প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল ১৯.৮৪৫। একটি সংখ্যা ০.৯ হলে, অপরটি কত?
ক. ২২.০৫ খ. ২৩.৫০ গ. ২৬.৭৫ ঘ. ৩২.৬৫
উত্তর: ক. ২২.০৫
প্রশ্ন: ২৪.৫ কেজি আলুর দাম ৩৬৭.৫০ টাকা। ১ কেজি আলুর দাম কত?
উত্তর: ঘ. ১৫ টাকা
প্রশ্ন: দশমিক ভগ্নাংশকে কী ধরনের সংখ্যা দিয়ে গুণ করা সুবিধাজনক?
ক. দশমিক সংখ্যা খ. পূর্ণ সংখ্যা গ. পূর্ণ ভগ্নাংশ সংখ্যা
ঘ. কোনোটিই নয়
উত্তর: খ. পূর্ণ সংখ্যা
প্রশ্ন: ১ ইঞ্চি সমান ২.৫৪ সেন্টিমিটার হলে, ৬.৫ ইঞ্চিতে কত সেন্টিমিটার?
ক. ১৬.৫১ খ. ১৫.৬১ গ. ১৫.১৬ ঘ. ১১.১৬
উত্তর: ক. ১৬.৫১
প্রশ্ন: দুটি দশমিক ভগ্নাংশের যোগ বা বিয়োগের ক্ষেত্রে দশমিক বিন্দুর ডানে অঙ্ক সংখ্যা সমান করতে কোন অঙ্ক দশমিকের ডানেবসানো যায়?
ক. ০ খ. ১ গ. ২ ঘ. ৯
উত্তর: ক. ০
প্রশ্ন: ১৫ টাকা, ২৫ টাকার কত অংশ তা শতকরায় প্রকাশ করলে কোনটি হবে?
ক. ২০% খ. ৩০% গ. ৬০% ঘ. ৮০%
উত্তর: গ. ৬০%
প্রশ্ন: ৯৫০ টাকায় একটি ঘড়ি বিক্রয় করায় ৫% ক্ষতি হলে, এর ক্রয়মূল্য কত?
ক. ১২০০ টাকা খ. ১১০০ টাকা গ. ১০০০ টাকা ঘ. ৯০০ টাকা
উত্তর: গ. ১০০০ টাকা
প্রশ্ন: ইসলামপুর গ্রামের ১৮/২৫ অংশ শিক্ষিত লোক আছে। ওই গ্রামে শতকরা কত লোক শিক্ষিত?
ক. ৭০% খ. ৭২% গ. ৮৭% ঘ. ৯০%
উত্তর: খ. ৭২%
প্রশ্ন: ৮০ টাকায় একটি খেলনা গাড়ি কিনে ২০% লাভে বিক্রয় করা হলো। খেলনা গাড়ির বিক্রয়মূল্য কত?
ক. ৮২ টাকা খ. ৮৫ টাকা গ. ৯০ টাকা ঘ. ৯৬ টাকা
উত্তর: ঘ. ৯৬ টাকা।
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
No comments