পি এস সি গণিত বহুনির্বাচনি প্রশ্ন টিউটোরিয়াল -১৩

যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
তোমাদের অনুশীলনের সুবিধার জন্য ধারাবাহিকভাবে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো
প্রশ্ন: আতিক  আসিফ দুই ভাই। আতিকের নিকট ৫৫২৫ টাকা এবং আসিফের নিকট ৯২২৫ টাকা আছে। উভয়ের টাকার পার্থক্যকীভাবে বের করতে হবে?
আতিকের টাকা থেকে আসিফের টাকা বিয়োগ করে
আসিফের টাকা থেকে আতিকের টাকা বিয়োগ করে
আসিফ  আতিকের টাকা যোগ করে
আসিফ  আতিকের টাকা ভাগ করে
উত্তর: আসিফের টাকা থেকে আতিকের টাকা বিয়োগ করে
প্রশ্ন: মাহবুব আলীর দৈনিক আয় ২১৬ টাকা।
 তাঁর এক বছরের আয় বের করতে হলে এক দিনের আয়কে
১২ দিয়ে ভাগ করতে হবে ১২ দিয়ে গুণ করতে হবে
৩৬৫ দিয়ে গুণ করতে হবে
৩৬৫ দিয়ে ভাগ করতে হবে
উত্তর: ৩৬৫ দিয়ে গুণ করতে হবে
প্রশ্ন: অপূর্বকে তার বাবা খাতা  পেনসিল কেনার জন্য ৫০ টাকা দিলেন। অপূর্ব ১৬ টাকা দিয়ে একটি খাতা এবং ১২ টাকা দিয়েদুটি পেনসিল কিনল। খাতা  পেনসিল কেনার পরে অপূর্বের কাছে আর কত টাকা থাকল?
২৮ টাকা ২২ টাকা ১৮ টাকা ৩৮ টাকা
উত্তর: ২২ টাকা
প্রশ্ন: কোনো সংখ্যা থেকে ১৭ বিয়োগ করলে বিয়োগফল ৩৩ হয়। এখানে অজানা সংখ্যাটির জন্য [প্রতীক নিলে [সংখ্যাটিহবে ৩৩  ১৭ এর
যোগফল বিয়োগফল গুণফল ভাগফল
উত্তর: যোগফল
প্রশ্ন: ৬টি বাংলা খাতার দাম ৪২ টাকা হলে ৩টি খাতার দাম কত হবে তা নির্ণয় করতে ৬টি খাতার দাম থেকে প্রথমে
২টি খাতার দাম বের করতে হবে
৩টি খাতার দাম বের করতে হবে
১টি খাতার দাম বের করতে হবে
৫টি খাতার দাম বের করতে হবে
উত্তর: ১টি খাতার দাম বের করতে হবে
প্রশ্নমাহিমিমিএষা  ঊর্মি এই চার বন্ধু তাদের কাছে থাকা ৫টি আপেল থেকে প্রত্যেকে ১টি করে আপেল নিল। তারা পঞ্চমআপেলটি সমান চার টুকরোয় ভাগ করল এবং প্রত্যেকে একটুকরো করে আপেল নিল। তারা প্রত্যেকে কী পরিমাণ আপেল পেল?
 টি  টি  টি  টি
উত্তর টি
প্রশ্ন: রাফি বাংলা একাডেমীর একুশে বইমেলা থেকে ৫০ টাকার বই৩০ টাকার খাতা ক্রয় করে দোকানদারকে ১০০ টাকার নোটদিল দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে?
২০ ৩০ ৪০ ৫০
উত্তর: ২০
সহকারী শিক্ষক
গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলঢাকা

No comments

Powered by Blogger.