পি এস সি গণিত বহুনির্বাচনি প্রশ্ন টিউটোরিয়াল -১৪


যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
তোমাদের অনুশীলনের সুবিধার জন্য ধারাবাহিকভাবে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: বাবুলের একটি খাতায় ৭৭টি পৃষ্ঠা আছে ঠিক সেরকম ১০টি খাতার মোট পৃষ্ঠাসংখ্যা কত ?
৮৭ ৬৭ ৭৭১০ ৭৭০
উত্তর৭৭০
প্রশ্ন: নিঃশেষে বিভাজ্য না হলে ভাজক নির্ণয়ের সূত্র কোনটি সঠিক হবে?
ভাজক = (ভাজ্য - ভাগশেষ) ÷ভাগফল
ভাজ্য ÷ ভাগফল ভাজ্য × ভাগফল
. (ভাজ্য + ভাগশেষ) ÷ভাগফল
উত্তরভাজক = (ভাজ্য - ভাগশেষ) ¸ ভাগফল
প্রশ্ন: নিপা অংক করার সময় ২৬০ কে ২০ দ্বারা ভাগ করল এখন ভাগফল কত হবে?
১৩০ ২৬ ১২ ১৩
উত্তর১৩
প্রশ্ন: মামুন স্কুলের পাশের লাইব্রেরি থেকে ৮টি খাতা ৩২ টাকা দিয়ে কিনল ১টি খাতার দাম কেমন হবে?
কম হবে সমান হবে বেশি হবে দ্বিগুণ হবে
উত্তরকম হবে
প্রশ্ন: হাবিব ৪টি পেনসিল কিনল ১২ টাকা দিয়ে তাহলে ৬টি পেনসিলের দাম কেমন হবে?
কম হবে বেশি হবে সমান হবে দ্বিগুণ হবে
উত্তরবেশি হবে
প্রশ্ন: ১টি পেনসিলের দাম  টাকা হলে৬টি পেনসিলের দাম কত?
৩০ টাকা ১৮ টাকা ১৫ টাকা ১২ টাকা
উত্তর: ৩০ টাকা
প্রশ্ন: ৬টি পেনসিলের দাম ২৪ টাকা হলে১টির দাম কত?
 টাকা  টাকা ২৪ টাকা ৭২ টাকা
উত্তর টাকা
প্রশ্ন: এক ডজন কলার দাম ৫০ টাকা হলে৬টি কলার দাম কত?
২৫ টাকা ১২০ টাকা ১৫৪ টাকা ১৪০ টাকা
উত্তর২৫ টাকা
প্রশ্ন: সাভার আশুলিয়ার একটি পোশাক কারখানায় ২০ জন লোক একটি কাজ ১৫ দিনে করতে পারে ওই কাজ ১৫ জনলোক কত দিনে শেষ করতে পারবে?
১৫ দিন ২০ দিন ২৫ দিন ৩০ দিন
উত্তর২০ দিন
প্রশ্নসাভারের একটি তৈরি পোশাক কারখানায় ৩০০ জন লোক যে খাদ্য ৩০ দিনে খেতে পারেকতজন লোক সে খাদ্য৬০ দিনে খেতে পারবে?
১০০ জন ১৫০ জন ২০০ জন ২৫০ জন
উত্তর১৫০ জন
প্রশ্ন: দিপু ১০টি খাতা ২৪০ টাকা দিয়ে কিনল১টি খাতার দাম কত পড়ল?
১০০ টাকা ১০ টাকা ২০ টাকা ২৪ টাকা
উত্তর২৪ টাকা
সহকারী শিক্ষকগবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলঢাকা

No comments

Powered by Blogger.