পঞ্চম শ্রেণির বাংলা টিউটোরিয়াল - ১০

বাংলা
সহকারী শিক্ষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদপুর, ঢাকা
কাঞ্চনমালা আর কাঁকনমালা
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৩। এক কথায় প্রকাশ কর।
যা গুনে শেষ করা যায় না - অগুনতি
হাতে পরা হয় যে চুড়ি - কাঁকন
পূর্বে শোনা যায়নি এমন - অদ্ভুদ
খেতে সুস্বাদু নয় এমন - বিস্বাদ
চাঁদের মতো বাঁকা দেখতে যে পিঠা - চন্দ্রপুলি
যে বাঁশির সুর সকলকে মুগ্ধ করে - মোহনবাঁশি
রং দিয়ে নানা রকমের নকশা - আল্পনা
যে মেয়ের চেহরায় মায়া রয়েছে - মায়াবতী
শক্ত করে বাঁধা - আষ্টেপৃষ্ঠে
অপরাধীর গর্দান কাটে যে - জল্লাদ
যেখানে ময়লা আবর্জনা ফেলা হয় - আঁস্তাকুড়ে
অবাক জলপান
১। বিপরীত শব্দ লিখ।
অবাক - সবাক রাজপথ - গলিপথ
পাত্র - পাত্রী সকাল - বিকাল
গেরস্ত - গৃহহীন রোদ - বৃষ্টি
ঘুম - জাগরণ কাঁচা - পাকা
ভুল - সঠিক দরকার - অদরকার
অন্যায় - ন্যায় বিবেচনা - অবিবেচনা
জানালা - দরজা তর্ক - বিতর্ক
হতভাগা - ভাগ্যবান আস্ত - খণ্ড
মূর্খ - পণ্ডিত বাহাদুরি - ভীরুতা
অপদার্থ - পদার্থ স্থল - জল
বিস্বাদ - স্বাদ ছোকরা - বৃদ্ধ
তেষ্টা - তৃপ্তি উৎসাহ - নিরুৎসাহ
আগ্রহ - অনাগ্রহ আকাঙ্ক্ষা - আকাক্সক্ষাহীন
রাসায়নিক - জৈবিক সংযোগ - বিয়োগ
মুশকিল - আসান পরিশ্রুত - অপরিচ্ছন্ন
গরম - ঠাণ্ডা গন্ধওয়ালা - গন্ধহীন
বিশ্বাস - অবিশ্বাস যতক্ষণ - ততক্ষণ
খাঁটি - ভেজাল চমৎকার - চমকহীন
নোংরা - পরিষ্কার পাগল - স্বাভাবিক
গাঁ - শহর আনকোরা - পুরাতন
হতভাগা - ভাগ্যবান
২। সমার্থক শব্দ লিখ/ শব্দার্থ লিখ।
জোচ্চোর - শয়তান হতভাগা - ভাগ্যহীন
খাটিয়া - চৌকি খুশি - আনন্দিত
আনকোরা - নতুন গাঁ - গ্রাম
মশাই - মহাশয় আক্রমণ - হামলা
পরীক্ষা - যাচাই তফাৎ - পার্থক্য
কুঁজো - মৃৎমাত্র খাঁটি - বিশুদ্ধ
চমৎকার - সুন্দর বোবা - বাক-প্রতিবন্ধী
গন্ধ - দুর্গন্ধ মুশকিল - সমস্যা
তেষ্টা - তৃষ্ণা অক্সিজেন - অম্লযান
আকাঙ্ক্ষা - ইচ্ছা উৎসাহ - উদ্দীপনা
দরকার - প্রয়োজন বিস্বাদ - স্বাদহীন
খবর - সংবাদ ফর্দ - তালিকা
সমুদ্র - অর্ণব গাধা - গর্ধভ
বাহাদুরি - বীরত্ব নেপথ্যে - পেছনে
হতভাগা - ভাগ্যহীন বরকন্দাজ - সৈন্য-সামন্ত
মাছ - মৎস্য মগজ - ঘিলু
৩। এক কথায় প্রকাশ কর।
পথে চলে যে - পথিক
জল পান করার একান্ত ইচ্ছা - তেষ্টা
গৃহে থাকে যে - গেরস্ত
পথের রাজা - রাজপথ
ঝুড়ি বহন করে যে - ঝুড়িওয়ালা
জমিদার বাড়িতে যারা পাহারার কাজ করে - বরকন্দাজ
যা স্থির নয় - অস্থির
বিভিন্ন জিনিসপত্রের তালিকা - ফর্দ

No comments

Powered by Blogger.