পঞ্চম শ্রেণির বাংলা টিউটোরিয়াল - ১

পঞ্চম শ্রেণির বাংলা টিউটোরিয়াল
সহকারী শিক্ষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদপুর, ঢাকা
এই দেশ এই মানুষ
১। বিপরীত শব্দ লিখ।
বৈচিত্র্য - অভিন্ন পূর্ণিমা - অমাবস্যা
সার্থক - ব্যর্থ দেশ - বিদেশ
জনম - মরণ পাহাড় - সমতল
সৌভাগ্য - দুর্ভাগ্য বাঙালি - অবাঙালি
ক্ষুদ্র - বৃহৎ বন্ধু - শত্রু
গৌরব - অগৌরব আকাশ - পাতাল
কম - বেশি শ্রদ্ধা - ঘৃণা
ভিন্ন - অভিন্ন আত্মীয় - পর
ভালোবাসা - ঘৃণা জননী - জনক
২। সমার্থক শব্দ লিখ/ শব্দার্থ লিখ ।
পার্বণ - উৎসব সার্থক - সফল
জনম - জন্ম প্রকৃতি - নিসর্গ
বৈচিত্র্য - বিভিন্ন ক্ষুদ্র - ছোট
জাতিসত্তা - নৃগোষ্ঠী আত্মীয় - স্বজন
দেশ - ভূখণ্ড নদী - তটিনী
আকাশ - গগন প্রান্তর - মাঠ
গৌরব - গর্ব বন্ধু - সুজন
পেশা - জীবিকা বিচিত্র - বিভিন্ন
উৎসব - অনুষ্ঠান ধাঁচ - ধরন
অধিবাসী - বাসিন্দা দরকার - প্রয়োজন
পাহাড় - গিরি সমুদ্র - অর্ণব
জননী - মা স্নেহ - মমতা
সম্পদ - ধন বাতাস - হাওয়া
৩। এক কথায় প্রকাশ
জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান - প্রান্তর
কৃষিকাজ করেন যিনি - কৃষক
একের সঙ্গে অন্যের সম্পর্ক - পরস্পর
যারা বাংলা ভাষায় কথা বলে - বাঙালি
জন্ম দেন যিনি - জননী
নদী বা সমুদ্রের তীরের বালুময় স্থান - বেলাভূমি
আত্মার সঙ্গে সম্পর্ক যার - আত্মীয়
মাটি দিয়ে যারা জিনিসপত্র তৈরি করেন - কুমোর
মাছ ধরে জীবিকা নির্বাহ করেন যারা - জেলে
অর্থ আছে যার - সার্থক
পর্বত আছে যে অঞ্চলে - পার্বত্য

No comments

Powered by Blogger.