পঞ্চম শ্রেণির বাংলা টিউটোরিয়াল - ০৮
পঞ্চম শ্রেণির বাংলা
স্মরণীয়
যারা চিরদিন
[পূর্বে
প্রকাশিত অংশের পর]
২।
সমার্থক শব্দ লিখ/ শব্দার্থ লিখ।
ঋণ
- দেনা অনুসরণ - মান্য
ব্যর্থ
- বিফল শ্রেষ্ঠ - সেরা
বধ্যভূমি
- কবরস্থান স্বাধীন - মুক্ত
শত্রু
- অরি যশস্বী - খ্যাতিমান
মনস্বী
- মননশীল গুরুত্বপূর্ণ - প্রয়োজনীয়
পুরোপুরি
- সম্পূর্ণ বিজয় - জয়
মরণপণ
- মৃত্যু-প্রতিজ্ঞা যুদ্ধ - সংঘর্ষ
সাহসী
- নির্ভীক মুক্তিযোদ্ধা - মুক্তিসেনা
সাধারণ
- নগণ্য মুক্ত - স্বাধীন
অবরুদ্ধ
- আটক নারী - অবলা
স্বাধীনতা
- মুক্তি শির - মস্তক
মহান
- মহৎ নিরস্ত্র - অস্ত্রহীন
আবাসিক
- বসতি বিরামহীন - অবিরাম
মেধাবী
- বুদ্ধিমান বরেণ্য - প্রশংসিত
কার্যকর
- ক্রিয়াশীল পাষণ্ড - পাশবিক
সহযোগিতা
- সাহায্য প্রচণ্ড - অত্যন্ত
শিক্ষক
- গুরু মঙ্গল - কল্যাণ
দানবীর
- দানশীল অবধারিত - অনিবার্য
ছাত্র
- শিক্ষার্থী মজুর - শ্রমজীবী
অসংখ্য
- অগণিত আত্মদানকারী - শহিদ
নির্বিচার
- বিচারহীন সৃষ্টিশীল - সৃজনশীল
৩।
এক কথায় প্রকাশ কর।
মুক্তির
জন্য যারা যুদ্ধ করেছেন - মুক্তিযোদ্ধা
মৃত্যু
না হওয়া পর্যন্ত যে প্রতিজ্ঞা - মরণপণ
শিক্ষা
দান করেন যিনি - শিক্ষক
সংবাদ
সংগ্রহ ও প্রচার করেন যিনি - সাংবাদিক
অস্ত্রের
সঙ্গে - সশস্ত্র
নিজের
জীবন যিনি উৎসর্গ করেন - আত্মদানকারী
ঘুমিয়ে
আছে যে - ঘুমন্ত
একসঙ্গে
অনেক মানুষকে নির্বিচারে হত্যা করা - হত্যাযজ্ঞ
মেধা
আছে যার - মেধাবী
ছাত্ররা
যেখানে বাস করে - ছাত্রাবাস
পূর্ব
থেকে কোনো কিছু ঠিক করে নেয়া - পরিকল্পনা
যেখানে
কোনো কিছুর বিচার নেই - নির্বিচার
অহংকার
নেই যার - নিরহংকারী
যশ
বা সুনাম আছে যার - যশস্বী
বরণ
করার যোগ্য - বরেণ্য
পশুর
মতো আত্মা যার - পাষণ্ড
অবশ্যই
যা ঘটবে - অবধারিত
বুদ্ধিকে
জীবিকা করে যে বেঁচে থাকে - বুদ্ধিজীবী
যা
পূরণ হওয়ার নয় - অপূরণীয়
যেখানে
অনেক মৃতদেহ ফেলে রাখা হয় - বধ্যভূমি
প্রতিভা
আছে যার - প্রতিভাবান
গাছ-গাছড়া
দিয়ে তৈরি রোগমুক্তির ঔষধ সম্পর্কিত বিদ্যা - আয়ুর্বেদ
যিনি
মানুষকে দান করায় বীরত্ব দেখান - দানবীর
রাজনীতি
করেন যিনি - রাজনীতিবিদ
সুরের
সাধনা করেন যিনি - সুরসাধক
স্বদেশ
১।
বিপরীত শব্দ লিখ।
নদী
- সাগর জোয়ার - ভাটি
একলা
- একত্র ধারে - দূরে
চেনা
- অচেনা যখন - তখন
খুশি
- অখুশি কেনা - বেচা
শেষ
- শুরু ছেলে - মেয়ে
প্রশ্ন
- উত্তর ভালোবাসা - ঘৃণা
দেশ
- বিদেশ রঙ - বেরঙ
No comments