পঞ্চম শ্রেণির বাংলা টিউটোরিয়াল - ০৯
বাংলা
স্বদেশ
২।
সমার্থক শব্দ লিখ/ শব্দার্থ লিখ।
স্বদেশ
- মাতৃভূমি নদী - গাঙ
জোয়ার
- বান নৌকা - নাও
খুশি
- আনন্দিত চেনা - পরিচিতি
ছবি
- চিত্র মন - হৃদয়
পাখি
- বিহঙ্গ কড়ি - পয়সা
মাঠ
- প্রান্তর বেশ - পোশাক
হাট
- বাজার মুখ - চেহারা
বাড়ি
- গৃহ বাগান - বাগিচা
৩।
এক কথায় প্রকাশ কর।
নদীতে
পানির স্বাভাবিক উচ্চতা বৃদ্ধি - জোয়ার
সুন্দর
সুন্দর ছবি আঁকেন যিনি - শিল্পী
জিনিসপত্র
বেচাকেনার স্থান - হাট
নিজ
দেশ - স্বদেশ
গাঢ়
সুন্দর রঙের - টুকটুক
কাঞ্চনমালা
আর কাঁকনমালা
১।
বিপরীত শব্দ লিখ।
রাজা
- প্রজা পুত্র - কন্যা
রাজপুত্র
- রাজকন্যা বন্ধু - শত্রু
ভালোবাসা
- ঘৃণা নিঝুম - মুখর
সুর
- অসুর সুখ - দুঃখ
আলো
- অন্ধকার রাজপুরী - কুঁড়েঘর
গরিব
- ধনী কষ্ট - আনন্দ
ঘুম
- নির্ঘুম সর্বনাশ - আশীর্বাদ
অগুনতি
- সীমিত ভঙ্গ - যুক্ত
দাসী
- গিন্নি দরকার - অদরকার
সোনা
- রুপা নকল - আসল
ভয়
- সাহস ঝামেলা - ঝামেলাহীন
দুখিনী
- সুখী যত্ন - অবহেলা
সীমা
- অসীম ব্যথা - সুখ
অদ্ভুদ
- সাধারণ ঝটপট - ধীরে
অচেনা
- চেনা থমথমে - প্রাণবন্ত
শুভ
- অশুভ আজ - কাল
বিস্বাদ
- স্বাদ অসুন্দর - সুন্দর
জলদি
- আস্তে হুকুম - অনুরোধ
আষ্টেপৃষ্ঠে
- ঢিলেঢালা যন্ত্রণা - সুখ
ক্ষমা
- শাস্তি
২।
সমার্থক শব্দ লিখ/ শব্দার্থ লিখ।
রাজা
- নৃপতি সুর - ছন্দ
প্রজা
- নাগরিক ক্ষমা - মাফ
বন্ধু
- সখা জ্বালা - যন্ত্রণা
অচিন
- অপরিচিত শরীর - গা
জল্লাদ
- হত্যাকারী হুকুম - আদেশ
মন্ত্র
- শ্লোক গর্দান - গলা
কাঁকন
- চুড়ি দাসী - আয়া
পদ্ম
- কমল অসুন্দর - কুৎসিত
আল্পনা
- নকশা বিস্বাদ - স্বাদহীন
বাঁশি
- বংশী চন্দ - চাঁদ
ফরমাস
- আদেশ ব্রত - আচার
ঝটপট
- তারাতারি সুচ - সুই
অদ্ভুত
- বিস্ময়কর রাজত্ব - রাজ্যপাট
ফুরসত
- অবসর ঝামেলা - সমস্যা
টাকাকড়ি
- অর্থ দরকার - প্রয়োজন
প্রতিজ্ঞা
- পণ প্রাসাদ - পুরী
অগুনতি
- অসংখ্য সর্বনাশ - ক্ষতি
নিঝুম
- নিরালা
৩।
এক কথায় প্রকাশ কর।
রাজার
পুত্র যিনি - রাজপুত্র
মাঠে
মাঠে গরু চরায় যে - রাখাল
চারদিকে
চুপচাপ অবস্থা - নিঝুম
কোনো
কিছু করার জন্য শপথ - প্রতিজ্ঞা
রাজা
যেখানে বাস করে - রজপুরী
রক্ষা
করে যে - রক্ষী
No comments