পঞ্চম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা টিউটোরিয়াল -০৫
ইসলাম
ও নৈতিক শিক্ষা
আকাইদ
[পূর্বে
প্রকাশিত অংশের পর]
৪৮.
শাফআত শব্দের শাব্দিক অর্থ কী?
ক.
অনুরোধ খ. উপদেশ
গ.
সুন্দর ঘ. দান
সঠিক
উত্তর : (ক)
৪৯.
সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোনটি?
ক.
যাবুর খ. ইনজিল
গ.
আল-কোরাআন ঘ. তাওরাত
সঠিক
উত্তর : (গ)
৫০.
কোনটি ছাড়া ইসলাম কল্পনা করা যায় না?
ক.
ইমান খ. সালাত
গ.
জাকাত ঘ. হজ
সঠিক
উত্তর : (ক)
৫১.
আল্লাহতায়ালা যাদের প্রতি আসমানি কিতাব নাজিল করেছেন তাদের কী বলা হয়?
ক.
ইমাম খ. সাহাবি
গ.
রাসূল ঘ. নবী
সঠিক
উত্তর : (গ)
৫২.
পরকালকে কয়টি পর্যায়ে ভাগ করা হয়েছে?
ক.
একটি খ. দুটি
গ.
তিনটি ঘ. চারটি
সঠিক
উত্তর : (খ)
৫৩.
তাওহিদের পর কোনটি স্থান?
ক.
পুলসিরাতের খ. রিসালাতের
গ.
হাশরের ঘ. আসমানি কিতাবের
সঠিক
উত্তর: (খ)
৫৪.
শাফআত শব্দের অর্থ কী?
ক.
উপস্থাপন করা খ. সুপারিশ করা
গ.
দোয়া করা ঘ. দয়া করা
সঠিক
উত্তর : (খ)
৫৫.
আখিরাতের দ্বিতীয় পর্যায়কে কী বলা হয়?
ক.
জান্নাত খ. কিয়ামত
গ.
জাহান্নাম ঘ. কবর
সঠিক
উত্তর : (খ)
৫৬.
কোরআন মাজিদে কতজন নবী-রাসূলের কথা বলা হয়েছে?
ক.
২৩ খ. ২৪ গ. ২৫ ঘ. ২৬
সঠিক
উত্তর: (গ)
৫৭.
বাংলায় জান্নাতকে কী বলা হয়?
ক.
অট্টালিকা খ. মাঠ
গ.
স্বর্গ ঘ. প্রাসাদ
সঠিক
উত্তর : (গ)
৫৮.
ইমানের প্রধান দিকগুলো হচ্ছে-
i.
অন্তরে বিশ্বাস
ii.
মুখে স্বীকার করা
iii.
বিশ্বাস অনুযায়ী আমল করা
নিচের
কোনটি সঠিক?
ক.
i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
সঠিক
উত্তর : (ঘ)
৫৯.
অন্তরে কুফরি রেখে মুখে মুখে ইমানের কথা প্রকাশকে কী বলে?
ক)
নিফাক খ) কুফর গ) বিদয়াত ঘ) শিরক
সঠিক
উত্তর : (ক)
৬০.
আবৃত স্থানের আরবি প্রতিশব্দ কোনটি?
ক)
জান্নাত খ) জাহান্নাম গ) মিযান ঘ) হাশর
সঠিক
উত্তর : (ক)
৬১.
আখিরাতের প্রতি ইমান আনা-
ক)
ফরজ খ) ওয়াজিব গ) মুস্তাহাব ঘ) সুন্নাত
সঠিক
উত্তর : (ক)
No comments