পঞ্চম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা টিউটোরিয়াল -০৬
ইসলাম
ও নৈতিক শিক্ষা
আকাইদ
[পূর্বে
প্রকাশিত অংশের পর]
৬২.
প্রসিদ্ধ ফেরেশতা কয়জন?
ক)
দু’জন
খ) তিনজন
গ)
চারজন ঘ) পাঁচজন
সঠিক
উত্তর : (গ)
৬৩.
আকাইদ শব্দটি-
ক)
একবচন খ) দ্বিবচন
গ)
বহুবচন ঘ) নামবচন
সঠিক
উত্তর : (গ)
৬৪.
এক নবীর পর অপর নবী সাধারণত কতটি কারণে এসে থাকেন?
ক)
একটি খ) দুটি গ) তিনটি ঘ) চারটি
সঠিক
উত্তর : (গ)
৬৫.
হুসনা শব্দের অর্থ কী?
ক)
প্রিয়তম খ) সুন্দরতম গ) শ্রেষ্ঠতম ঘ) নিকৃষ্টতম
সঠিক
উত্তর : (খ)
৬৬.
আসমাউল হুসনা অর্থ কী?
ক)
নামসমূহ
খ)
সুন্দরতম নামসমূহ
গ)
সুন্দর ঘ) সুন্দরতম
সঠিক
উত্তর : (খ)
৬৭.
কিয়ামত ও দুনিয়ার জীবনের মধ্যবর্তী পর্দা কোনটি?
ক)
হাশর খ) মিযান
গ)
বারযাখ ঘ) পুনরুত্থান
সঠিক
উত্তর : (গ)
৬৮.
সাত ধরনের জাহান্নামের মধ্যে রয়েছে-
i.
হাবিয়া ii সাকার iii হুতামাহ
নিচের
কোনটি সঠিক?
ক)
i খ) ii গ) iii ঘ) i. ii ও iii
সঠিক
উত্তর : (ঘ)
৬৯.
ইমান শব্দের শাব্দিক অর্থ কী?
ক)
বিশ্বাস খ) বিশ্বাসমালা গ) স্বীকৃতি ঘ) আমল
সঠিক
উত্তর : (ক)
৭০.
ইমান শব্দের অর্থ কী?
ক)
সাধনা খ) ভাগ্য গ) বিশ্বাস ঘ) শান্তি
সঠিক
উত্তর : (গ)
৭১.
আখিরাত শব্দের অর্থ কী?
ক)
শেষদিন খ) পরকাল গ) বিচারের দিন
ঘ)
পুনরুত্থানের দিন
সঠিক
উত্তর : (খ)
৭২.
কিয়ামত ও দুনিয়ার জীবনের মধ্যবর্তী পর্দাস্বরূপ-
ক)
হাশর খ) বারযাখ
গ)
মিযান ঘ) জান্নাত
সঠিক
উত্তর : (খ)
No comments