পঞ্চম শ্রেণির বাংলা টিউটোরিয়াল - ০৩
পঞ্চম শ্রেণির বাংলা টিউটোরিয়াল হাতি
আর শেয়ালের গল্প
১।
বিপরীত শব্দ লিখ
সুন্দর
- কুৎসিত আকাশ - পাতাল
দিন
- রাত
লোকালয়
- নির্জন সভ্য - অসভ্য
অসংখ্য
- সীমিত শান্তি - অশান্তি
মস্ত
- ক্ষুদ্র বিশাল - ক্ষুদ্র
লম্বা
- খাটো অসীম - সসীম
অহংকার
- নিরহংকার তিরিক্ষি - শান্ত
তোলপাড়
- চুপচাপ স্বাগত - অনাকাক্সিক্ষত
প্রস্তুত
- অপ্রস্তুত দুষ্ট - শান্ত
জোরে
- আস্তে প্রচণ্ড - ধীরে
নিশ্চিন্ত
- চিন্তিত মেদিনী - অন্তরীক্ষ
রাজা
- প্রজা শুরু - শেষ
অমিত
- পরিমিত শক্তিধর - শক্তিহীন
শঙ্কিত
- নির্ভীক নিরীহ - হিংস্র
ছায়া
- কায়া সন্ধ্যা - সকাল
খুশি
- অখুশি প্রতিধ্বনি - ধ্বনি
স্বাধীন
- পরাধীন মুক্ত - বদ্ধ
২।
সমার্থক শব্দ লেখ/শব্দার্থ লেখ ।
সুন্দর
- অপূর্ব আকাশ - গগণ
দিন
- দিবস লোকালয় - বসতি
সভ্য
- ভদ্র অসংখ্য - অনেক
শান্তি
- সুখ মস্ত - বিশাল
বিশাল
- বড় অসীম - সীমাহীন
অহংকার
- গর্ব তিরিক্ষি - রগচটা
তোলপাড়
- আলোড়ন দুষ্ট - চালাক
প্রচণ্ড
- জোরে নিশ্চিন্ত - চিন্তাহীন
মেদিনী
- পৃথিবী রাজা - প্রজাপতি
শুরু
- আরম্ভ অমিত - অপরিমিত
শক্তিধর
- শক্তিমান শঙ্কিত - ভীতু
নিরীহ
- শান্ত সন্ধ্যা - সাঁঝ
বাঘ
- ব্যঘ্র খুশি - আনন্দিত
স্বাধীন
- মুক্ত পরামর্শ - আলাপ
উদগ্রীব
- আগ্রহ তটস্থ - শঙ্কিত
পুঁচকে
- ক্ষুদ্র শরীর - দেহ
হুঙ্কার
- চিৎকার তুলকালাম - তোলপাড়
৩।
এক কথায় প্রকাশ কর
লোকজন
যেখানে বাস করে - লোকালয়
দিকের
শেষ প্রান্ত - দিগন্ত
ভদ্র
ও মার্জিত যাঁরা - সভ্য
রাজার
শাসন যেখানে চালু আছে - রাজত্ব
তিথি
মেনে যে আসে না - অতিথি
সামনে
এগিয়ে গিয়ে অভ্যর্থনা জানানো - স্বাগত
মেদ
আছে যার - মেদিনী
বন্য
পশুদের জোরে চিৎকার - হুঙ্কার
পরিমাপ
করা যায় না যা - অমিত
অহংকার
আছে যার - অহংকারী
শক্তি
ধারণ করে যে - শক্তিধর
সিংহের
গলার কেশ - কেশর
পাহাড়ের
গায়ের গর্ত - গুহা
কোনো
কিছুর জন্য আগ্রহসহকারে অপেক্ষা করা - উদগ্রীব
সকলে
একসঙ্গে কথা বলা - সমস্বরে
ধ্বনির
বিপরীত - প্রতিধ্বনি
অন্যের
অধীন নয় - স্বাধীন
ভয়ে
প্রাণ ওষ্ঠাগত হওয়া - তটস্থ
No comments