পঞ্চম শ্রেণির বিজ্ঞান টিউটোরিয়াল -৮৭

পঞ্চম শ্রেণির বিজ্ঞান

সিনিয়র শিক্ষক, উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা

দ্বিতীয় অধ্যায়
[পূর্বে প্রকাশিত অংশের পর]
প্রশ্ন : পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাবগুলো ব্যাখ্যা কর।
উত্তর :-
* দূষণের ফলে মানুষ, জীবজন্তু ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়।
* দূষণের কারণে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। যেমন- ক্যান্সার, শ্বাসজনিত রোগ, পানিবাহিত রোগ, ত্বকের রোগ ইত্যাদি।
* দূষণের ফলে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হচ্ছে।
* খাদ্যশৃংখল ধ্বংস হচ্ছে।
* ফলে অনেক জীব পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। জীববৈচিত্র্যও হ্রাস পাচ্ছে।
পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ফলে হীমবাহ গলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে।
সুতরাং পরিবেশ দূষণ ক্ষতিকর প্রবাহ খুবই ভয়াবহ ও মারাত্মক। এখনই যদি পরিবেশ দূষণ রোধ না করা যায় তবে খুব শিগগিরই আমাদের চরম মূল্য দিতে হবে।
প্রশ্ন : শব্দ দূষণ রোধে তুমি কী কী পদক্ষেপ গ্রহণ করতে পার সংক্ষেপে লিখ। আমরা কীভাবে শব্দ দূষণ রোধ করতে পারি?
উত্তর : শব্দ দূষণ রোধে আমি নিচের পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি।
* যখন-তখন যে কোনো স্থানে মাইকের ব্যবহার সীমিত করব।
* উচ্চৈঃস্বরে গান বাজানো বন্ধ করতে পারি।
* অযথা গাড়ির হর্ন বাজানো বন্ধ করার ব্যবস্থা নিতে পারি।
* বসতি এলাকায় বিভিন্ন কল-কারখানা স্থাপনের বা বন্ধের জন্য এলাকাবাসীকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারি।
* লোডশেডিংয়ের কারণে উচ্চ শব্দে জেনারেটর চলে। তাই বিদ্যুতের অপচয় কমিয়ে লোডশেডিংকে সহনশীল মাত্রায় নিয়ে এসে শব্দ দূষণ কমাতে পারি।
* উচ্চ শব্দে রেডিও, টিভি ইত্যাদি শোনার অভ্যাস বদলাতে পারি।
* লাউড স্পিকারের ব্যবহার বন্ধ বা কমাতে পারি।
* পটকা বা আতসবাজি ফোটানো বন্ধ করতে পারি।
* শব্দ দূষণের ব্যাপারে জনসচেতনতা গড়ে তুলতে পারি।
মোটকথা, সদিচ্ছা ও সচেতনতার মাধ্যমেই আমি শব্দ দূষণ রোধ করতে পারি।
প্রশ্ন : পরিবেশ সংরক্ষণ কী?
উত্তর : পরিবেশের সব উপাদান যেমন- মাটি, পানি, বায়ু ইত্যাদির সঠিক ও স্বাভাবিক অবস্থা বজায় রাখাই হল পরিবেশ সংরক্ষণ। জীবের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য পরিবেশ সংরক্ষণের কোনো বিকল্প নেই। পরিবেশের স্বাভাবিক অবস্থা বজায় রেখে প্রাকৃতিক পরিবেশকে নষ্ট না করে মানুষের সব ধরনের পরিবেশবিরোধী কর্মকাণ্ডকে রহিত করে পরিবেশ সংরক্ষণে সচেষ্ট হওয়া এখন সময়ের দাবি মাত্র।
প্রশ্ন : মাটি দূষণ কেন মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?
উত্তর : মাটি দূষণ মানুষের স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। দূষিত মাটিতে উৎপন্ন ফসল খাদ্য হিসেবে গ্রহণের ফলে মানুষ ক্যান্সারসহ নানা প্রাণঘাতী রোগে আক্রান্ত হয় ও অকালে প্রাণ হারায়।

No comments

Powered by Blogger.