পঞ্চম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা টিউটোরিয়াল -০৯
ইসলাম
ও নৈতিক শিক্ষা
আকাইদ
[পূর্বে
প্রকাশিত অংশের পর]
উদ্দীপকটি
পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
সুলতানার
মা একজন ইমানদার মহিলা। তিনি মেয়েকে সব সময় কবর, জান্নাত, জাহান্নাম, সিরাত, হাশর
ইত্যাদি সম্পর্কে বলেন। এগুলোকে বিশ্বাস করে দুনিয়ার সৎকর্ম করার পরামর্শ দেন।
সুলতানা মায়ের কথা মতো চলার চেষ্টা করে।
৯৯.
অনুচ্ছেদ কোনটির ওপর বিশ্বাসের কথা বলা হয়েছে?
ক)
রিসালাতের খ) কিতাবের
গ)
আখিরাতের ঘ) ফেরেশতার
সঠিক
উত্তর : (গ)
১০০.
উক্ত বিশ্বাস অনুযায়ী নিজের জীবন গড়লে সুলতানা-
i)
উত্তম চরিত্রবান হিসেবে গড়ে উঠবে
ii)
দুর্নীতি ও মিথ্যাচার থেকে রক্ষা পাবে
iii)
আত্ম মর্যাদাশীল হিসেবে গড়ে উঠবে।
নিচের
কেনাটি সঠিক
ক)
i ও ii খ) i গ) ii ঘ) iii
সঠিক
উত্তর : (ক)
দ্বিতীয়
অধ্যায়
১.
আকিকা করা কী?
ক)
ফরজ খ) সুন্নাত
গ)
ওয়াজিব ঘ) মুস্তাহাব
সঠিক
উত্তর : (খ)
২.
যাকাতের মাসারিফ কয়টি?
ক)
সাতটি খ) আটটি
গ)
নয়টি ঘ) দশটি
সঠিক
উত্তর : (খ)
৩.
কোরবানির শব্দের বাংলা প্রতিশব্দ কী?
ক)
উযহিয্যাহ খ) উৎসর্গ
গ)
আকিকা ঘ) জবেহ
সঠিক
উত্তর : (খ)
৪.
হজ মুসলমানদের কী শিক্ষা দেয়?
ক)
ভ্রাতৃত্ব খ) আত্মবিশ্বাস
গ)
অধ্যবসায় ঘ) সাহস
সঠিক
উত্তর : (ক)
৫.
উশর কী?
ক)
ব্যবহার্য জিনিসের যাকাত খ) ফসলের যাকাত
গ)
পশুপাখির যাকাত ঘ) ধনসম্পদের যাকাত
৬.
‘ফি
সাবিলিল্লাহ অর্থ’ কী?
ক)
আল্লাহর পথে খ) রাসূলের পথে
গ)
কোরআনের পথে ঘ) সৎপথে
সঠিক
উত্তর : (ক)
৭.
যাকাত দানকারী অবস্থান করে-
i)
আল্লাহর নিকটে
ii)
রাসূল (সা.) এর নিকটে
iii)
জাহান্নাম থেকে দূরে
নিচের
কোনটি সঠিক?
ক)
i খ) ii গ) i ও iii ঘ) iii
সঠিক
উত্তর : (গ)
৮.
হযরত মুহাম্মদ (সা.) মক্কা বিজয়ের পর কোন হজ চালু করেন?
ক)
ইসমাঈলি হজ খ) ইসায়ি হজ
গ)
ইউসুফি হজ ঘ) ইবরাহিমি হজ
সঠিক
উত্তর : (ঘ)
No comments