পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ : শূন্যস্থান পূরণ (১-২৩)

অধ্যায়

. প্রশ্ন: ইউরোপীয় বণিক গোষ্ঠী ব্যবসা করতে ভারতীয় উপমহাদেশে আসে---আমলে।

উত্তর: মোগল

. প্রশ্ন: ব্যবসায়িক প্রতিযোগিতায় শেষ পর্যন্ত টিকে থাকে---

উত্তর: ইংরেজরা

. প্রশ্ন: ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়---সালে।

উত্তর: ১৬০০

. প্রশ্ন: নবাব সিরাজ-উদদৌলা বাংলার নবাব হন ---সালে।

উত্তর: ১৭৫৬

. প্রশ্ন: পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল ---সালে।

উত্তর: ১৭৫৭

. প্রশ্ন: বাংলাকে যেকোনো জাতির স্বর্গ বলত ---

উত্তর: মোগলরা

. প্রশ্ন: কোম্পানির শাসন নামে পরিচিত সময়কাল হচ্ছে ১৭৫৭ থেকে ---সাল।

উত্তর: ১৮৫৭

. প্রশ্ন: বাংলায় ইংরেজ শাসন চলে ১৭৫৭ থেকে ---সাল।

উত্তর: ১৯৪৭

. প্রশ্ন: ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন—-----

উত্তর: রবার্ট ক্লাইভ

১০. প্রশ্ন: কোম্পানির বিরুদ্ধে সিপাহিদের অসন্তোষ দেখা দেয়—-----সালে।

উত্তর: ১৮৫৭

১১. প্রশ্ন: বাংলার কোম্পানি শাসন রদ হয়—-----সালে।

উত্তর: ১৮৫৮

১২. প্রশ্ন: সমগ্র ভারতের শাসনভার ব্রিটিশ রানি নিজ হাতে নেন—-----সালে।

উত্তর: ১৮৫৮

১৩. প্রশ্ন: সিপাহি বিদ্রোহ হয়—-----সালে।

উত্তর: ১৮৫৭

১৪. প্রশ্ন: সারা ভারতে সিপাহি বিদ্রোহ শুরু হয়—-----নেতৃত্বে।

উত্তর: মঙ্গল পাণ্ডের

১৫. প্রশ্ন: ইংরেজ সেনাবাহিনীতে ভারতীয় সিপাহি ছিল—-----

উত্তর: তিন লক্ষ

১৬. প্রশ্ন: ইংরেজ সেনাবাহিনীতে ব্রিটিশ সিপাহি ছিল—----

উত্তর: ৫০ হাজার

১৭. প্রশ্ন: বিদ্রোহী বাঙালি সিপাহিদের ফাঁসি দেওয়া হয়েছিল—----সালে।

উত্তর: ১৮৫৭

১৮. প্রশ্ন: ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয়—----সালে।

উত্তর: ১৮৮৫

১৯. প্রশ্ন: বাংলা প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত হয়—----সালে।

উত্তর: ১৯০৫

২০. প্রশ্ন: বঙ্গভঙ্গ রদ করা হয়—----সালে।

উত্তর: ১৯১১

২১. প্রশ্ন: ভারতীয় মুসলিম লীগ গঠন করা হয়—----সালে।

উত্তর: ১৯০৬

২২. প্রশ্ন: ইংরেজরা ভারত ত্যাগে বাধ্য হয়—----সালে।

উত্তর: ১৯৪৭

২৩. প্রশ্ন: ‘ভাগ করো, শাসন করোনীতির কারণে সৃষ্টি হয়—----

উত্তর: বিভেদ।

No comments

Powered by Blogger.