পঞ্চম শ্রেণির বাংলা টিউটোরিয়াল - ০৫
পঞ্চম শ্রেণির বাংলা
সহকারী শিক্ষক,
সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদপুর, ঢাকা
বীরের রক্তে
স্বাধীন এ দেশ
সহকারী শিক্ষক,
সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদপুর, ঢাকা
[পূর্বে
প্রকাশিত অংশের পর]
২। সমার্থক
শব্দ লিখ/ শব্দার্থ লিখ ।
অর্জন - আদায়
স্বল্প - অল্প
অবধারিত -
অনিবার্য নিরাপদ - বাধাহীন
বীর - সাহসী
গৌরব - গর্ব
লক্ষ্য -
উদ্দেশ্য আহত - আঘাতপ্রাপ্ত
নির্মম -
মমতাহীন বিজয় - জয়
মুক্ত -
স্বাধীন আগুন - অগ্নি
রাজাকার -
দেশদ্রোহী স্মৃতিস্তম্ভ - স্মৃতিচিহ্ন
নদী - গাঙ
রঞ্জিত - রক্তাক্ত
লঞ্চ - নৌকা
চূর্ণ - খণ্ডিত
দমবার -
থামবার
৩। এক কথায়
প্রকাশ কর।
অত্যন্ত
চঞ্চল যে - দুরন্ত
কোনো কিছুর
প্রতি বিশেষ আকর্ষণ - অনুরাগ
মুক্তির জন্য
যাঁরা যুদ্ধ করেছেন - মুক্তিযোদ্ধা
মুক্তিযুদ্ধের
সময় যাঁরা স্বাধীনতার বিরোধিতা করেছে - রাজাকার
সীমা নেই যার
- অসীম
সাথে থেকে যে
যুদ্ধ করে - সহযোদ্ধা
বীরদের মধ্যে
যিনি শ্রেষ্ঠ - বীরশ্রেষ্ঠ
নৌকায় করে
যাঁরা যুদ্ধ করে - নৌসেনা
যা অবশ্যই
ঘটবে - অবধারিত
যেখানে কোনো
বিপদ নেই - নিরাপদ
রক্ত দ্বারা
সৃষ্ট স্রোত - রক্তস্রোত
শহিদের
স্মৃতি রক্ষার্থে যে স্তম্ভ তৈরি করা হয়েছে - স্মৃতিস্তম্ভ
মমতা নেই যার
- নির্মম
চির দিনের
জন্য যে নিদ্রা - চিরনিদ্রা
ফেব্রুয়ারির
গান
১। বিপরীত
শব্দ লিখ
সুর - বেসুর
মুগ্ধ - বিরক্ত
সাগর - নদী
ধ্বনি - প্রতিধ্বনি
ছন্দ -
ছন্দহীন কথা - গান
পাহাড় - সমতল
মধুর - তিক্ত
শহিদ - জীবিত
ভাই - বোন
২। সমার্থক
শব্দ লিখ/ শব্দার্থ লিখ ।
গান - গীত
কোকিল - বসন্তদূত
পাখি - পঙ্খী
সুর - তাল
নদী -
স্রোতস্বিনী সাগর - সমুদ্র
সমুদ্দুর -
সাগর পাহাড় - পর্বত
ঝরনা -
নির্ঝরিনী ঊর্মি - ঢেউ
প্রকৃতি -
নিসর্গ গ্রীষ্ম - বর্ষা
মুগ্ধ -
মোহিত গাছ - তরু
পাতা - পত্র
স্বর্ণ - সুবর্ণ
ফুল - পুষ্প
মা - মাতা
মন - হৃদয়
শহিদ - নিহত
No comments