পঞ্চম শ্রেণির বাংলা টিউটোরিয়াল - ০৬
পঞ্চম শ্রেণির বাংলা
সহকারী
শিক্ষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদপুর, ঢাকা
ফেব্রুয়ারির
গান
সহকারী
শিক্ষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদপুর, ঢাকা
[পূর্বে
প্রকাশিত অংশের পর]
৩।
এক কথায় প্রকাশ কর।
ঢেউ
দিয়ে সৃষ্ট মালা - ঊর্মিমালা
স্রোত
আছে যার - স্রোতস্বিনী
ধ্বনির
বিপরীত - প্রতিধ্বনি
স্বর্ণের
মতো দেখতে যে লতা - স্বর্ণলতা
দেশের
জন্য যিনি জীবন দিয়েছেন - শহিদ
শখের
মৃৎশিল্প
১।
বিপরীত শব্দ লিখ।
আনন্দ
- কষ্ট খুশি - দুঃখ
মজার
- আনন্দের বোন - ভাই
গ্রাম
- শহর শব্দ - নিঃশব্দ
রঙ
- রঙহীন বিচিত্র - অভিন্ন
আকার
- নিরাকার সুন্দর - কুৎসিত
রূপালী
- সোনালি অবাক - সবাক
তাজা
- বাসি সাদা - কালো
এঁটেল
- দো-আঁশ বউ - জামাই
প্রাচীন
- আধুনিক পরিষ্কার - নোংরা
আঠাল
- ঝরঝরা যত্ন - অবহেলা
শ্রম
- শ্রমহীন নৈপুণ্য - অদক্ষতা
জ্ঞান
- জ্ঞানহীন সহজ - কঠিন
প্রয়োজন
- অপ্রয়োজন দরকার - অদরকার
নরম
- শক্ত আজকাল - প্রাচীনকাল
রোদ
- বৃষ্টি গন্ধ - গন্ধহীন
পুরনো
- নতুন সৌন্দর্য - কদাকার
সরকারি
- বেসরকারি
২।
সমার্থক শব্দ লিখ/ শব্দার্থ লিখ।
বিহার
- উপাসনালয় কুমোর - মৃৎশিল্পি
নকশা
- ছবি কদর - চাহিদা
আজকাল
- বর্তমান চর্চা - অনুশীলন
প্রাচীন
- পুরাকাল সুন্দর - চমৎকার
জোড়া
- যুক্ত ফলক - পাত
কলসি
- হাঁড়ি গন্ধ - সুবাস
তাল
- স্তূপ ভর্তি - পূর্ণ
যন্ত্রপাতি
- সরঞ্জাম আকার - ধরন
মজা
- আনন্দ নৈপুণ্য - দক্ষতা
জ্ঞান
- বিদ্যা সহজ - কঠিন
দরকার
- প্রয়োজন পরিষ্কার - পরিচ্ছন্ন
সম্প্রদায়
- গোষ্ঠী দোকান - বিপণি
বউ
- বধূ তাজা - সতেজ
অপূর্ব
- সুন্দর
৩।
এক কথায় প্রকাশ কর।
মাটি
টিপে টিপে যে পুতুল বানানো হয় - টেপাপুতুল
শিল্পবিষয়ক
বিদ্যা - শিল্পকলা
মাটির
তৈরি শিল্পকর্ম - মৃৎশিল্প
মাটি
দিয়ে যারা তৈজসপত্র তৈরি করে - কুমোর
পোড়ামাটির
ফলকের সুন্দর কাজ - টেরাকোটা
হিন্দুদের
উপাসনালয় - মন্দির
শাল
বৃক্ষের যে বন - শালবন
বৌদ্ধ
ধর্মীয় গুরুদের প্রাচীন আস্তানা - বৌদ্ধস্তূপ
No comments