পঞ্চম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা টিউটোরিয়াল -০৮
ইসলাম ও নৈতিক শিক্ষা
আকাইদ
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৮৬. হাসিবুন শব্দের অর্থ কী?
ক) অমুখাপেক্ষী খ) হিসাব গ্রহণকারী গ)
ক্ষমাশীল ঘ) অতি দয়ালু
সঠিক উত্তর : (খ)
৮৭. মুমিন ব্যক্তির দুনিয়াতে লাভ করে-
1. আল্লাহর ভালোবাসা ii কল্যাণ ও সাফল্য
iii. শ্রদ্ধা ও সম্মান
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর : (ঘ)
৮৮. শাফাআত সাধারণত কত প্রকার?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ
সঠিক উত্তর : (ক)
৮৯. মুনাফিকদের প্রধান বৈশিষ্ট্য কোনটি?
ক) হিংসা করা খ) ঘৃণা করা গ) লোভ করা ঘ)
মিথ্যা বলা ও প্রতারণা করা
সঠিক উত্তর : (ঘ)
৯০. সমাপ্ত শব্দের আরবি প্রতিশব্দ কী?
ক) তাম খ) খতম গ) সামাদ ঘ) নবুওয়াত
সঠিক উত্তর : (খ)
৯১. জাহান্নামের শাস্তি
i. যন্ত্রণাময় ii. সহনীয় iii. ভয়ঙ্কর
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i ও iii ঘ) iii
৯২. নবী-রাসুলগণ মানুষকে কোন পথে পরিচালিত
করেছেন?
ক) তাগুতের খ) সত্য ও ন্যায়ের
গ) বন্ধুর ঘ) আলোকময়
সঠিক উত্তর (খ)
৯৩. ইমানের বহিঃপ্রকাশ কী?
ক) তাওহিদ খ) আমল গ) ইলম ঘ) ইসলাম
সঠিক উত্তর : (ঘ)
৯৪. জান্নাতের স্তর কয়টি?
ক) ৫টি খ) ৬টি গ) ৭টি ঘ) ৮টি
সঠিক উত্তর : (ঘ)
৯৫. জাহান্নাম শব্দের অর্থ কী?
ক) আগুনের গর্ত খ) দোজখ
গ) শাস্তির স্থান ঘ) ওপরের সবগুলো
সঠিক উত্তর : (ঘ)
৯৬. কিয়ামতের দিন কয়টি কারণে শাফাআত করা
হবে?
ক) দুই খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি
সঠিক উত্তর : (ক)
৯৭. নিফাকের দ্বারা মানুষের মধ্যে-
i) সন্দেহের সৃষ্টি হয় ii) মারামারি বাধে
iii) বিশৃঙ্খলা সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক
ক) i খ) ii গ) i ও iii ঘ) i, ii,iii
সঠিক উত্তর : (ঘ)
৯৮. কিয়ামতের মাঠে পুণ্যবানদের জন্য
শাফায়াত করা হবে কেন?
ক) কবরের শান্তির জন্য খ) দুনিয়ার কাজের
জন্য
গ) মর্যাদা বৃদ্ধির জন্য ঘ) দুনিয়ার জীবন
দানের জন্য
সঠিক উত্তর : (গ)
No comments