পঞ্চম শ্রেণির বাংলা টিউটোরিয়াল - ০৭

বাংলা 

সহকারী শিক্ষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদপুর, ঢাকা

শব্দদূষণ
১। বিপরীত শব্দ লিখ।
শব্দ - নিঃশব্দ দিন - রাত
শোনা - দেখা ভোর - সাঁঝ
নিশিরাত - মধ্যদুপুর জোরে - আস্তে
শহর - গ্রাম পাতিকাক - দাঁড়কাক
ঘুম - জাগরণ মুশকিল - আসান
দরজা - জানালা গলিপথ - রাজপথ
পল্লি - শহর জীবন - মৃত্যু
২। সমার্থক শব্দ লিখ/ শব্দার্থ লিখ ।
গরু - ধেনু শব্দ - আওয়াজ
হাঁস - হংস কবুতর - পায়রা
গাছ - বৃক্ষ পাখি - বিহঙ্গ
দিন - দিবস ভোর - সকাল
দল - ঝাঁক গান - সঙ্গীত
শহর - নগর মুশকিল - সমস্যা
হর্ন - হুইসেল হাঁক - ডাক
কান - কর্ণ গলিপথ - সরুপথ
ফেরিঅলা - দোকানদার ইশকুল - বিদ্যালয়
পল্লি - গ্রাম
৩। এক কথায় প্রকাশ কর।
শব্দ দ্বারা সৃষ্ট দূষণ - শব্দদূষণ
অত্যন্ত গভীর রাত - নিশিরাত
পাখির ডাকের শব্দ - কিচিরমিচির
অত্যন্ত ছোট যে কাক - পাতিকাক
গলি পথে হেঁকে যে জিনিসপত্র বিক্রি করে - ফেরিঅলা
স্মরণীয় যারা চিরদিন
১। বিপরীত শব্দ লিখ।
জাতীয় - আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ - গুরুত্বহীন
পুরোপুরি - সামান্য বিজয় - পরাজয়
অর্জন - বর্জন মরণপণ - অবহেলা
যুদ্ধ - শান্তি সাহসী - ভীরু
মুক্তিযোদ্ধা - রাজাকার শত্রু - মিত্র
সাধারণ - অসাধারণ সম্পূর্ণ - আংশিক
মুক্ত - বদ্ধ সশস্ত্র - অস্ত্রহীন
অবরুদ্ধ - অবমুক্ত কর্মকর্তা - কর্মচারী
নারী - পুরুষ স্বাধীনতা - পরাধীনতা
উন্নত - অবনত শির - পদ
কৃতজ্ঞ - অকৃতজ্ঞ মহান - ক্ষুদ্র
নিরস্ত্র - সশস্ত্র ঘুমন্ত - জাগৃত
আবাসিক - বিরান বিরামহীন - বিরাম
পরবর্তী - পূর্ববর্তী পরিকল্পনা - অপরিকল্পনা
মেধাবী - নির্বোধ
আলোকিত - অন্ধকারাচ্ছন্ন
বরেণ্য - ঘৃণিত কার্যকর - অকার্যকর
পাষণ্ড - মানবিক
সহযোগিতা - অসহযোগিতা
প্রচণ্ড - সামান্য খ্যাতিমান - অখ্যাত
শিক্ষক - ছাত্র নিরহংকার - অহংকার
লেখক - পাঠক প্রখ্যাত - বিখ্যাত
মঙ্গল - অমঙ্গল কল্যাণ - অকল্যাণ
দানবীর - কৃপণ স্মরণ - বিস্মৃত
অবধারিত - অনিশ্চিত ধ্বংস - সৃষ্টি
অপূরণীয় - পূরণীয় ক্ষতি - লাভ
বুদ্ধিজীবী - শ্রমজীবী শ্রেষ্ঠ - নিকৃষ্ট

No comments

Powered by Blogger.