পঞ্চম শ্রেণির বাংলা টিউটোরিয়াল - ০৪

পঞ্চম শ্রেণির বাংলা টিউটোরিয়াল 

সহকারী শিক্ষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদপুর, ঢাকা

ফুটবল খেলোয়াড়
১। বিপরীত শব্দ লিখ।
হাত - পা খ্যাতি - কুখ্যাতি
ক্ষত - নিখুঁত সন্ধ্যা - সকাল
চাকর - মালিক রাত - দিন
প্রভাত - সন্ধ্যা খাটিয়া - পালঙ্ক
বাম - ডান শূন্য - পূর্ণ
বিস্ময় - স্বাভাবিক ভাঙা - জোড়া
জীবন - মরণ জয় - পরাজয়
দর্শক - শ্রোতা বেঘুম - ঘুম
আনন্দ - দুঃখ
২। সমার্থক শব্দ লিখ/ শব্দার্থ লিখ।
হাত - হস্ত ক্ষত - ঘা
খ্যাতি - সুনাম সন্ধ্যা - সাঁঝ
চাকর - ভৃত্য রাত - যামিনী
প্রভাত - সকাল খাটিয়া - চৌকি
বাম - উত্তর বিস্ময় - আশ্চর্য
জয় - বিজয় বেঘুম - ঘুমহীন
আনন্দ - হর্ষ নজর - দৃষ্টি
কলরব - চিৎকার পণ - প্রতিজ্ঞা
উপহাস - তাচ্ছিল্য মরণ - মৃত্যু
বজ - বিদ্যুৎ খরব - সংবাদ
শিশি - বোতল খেলোয়াড় - ক্রিড়াবিদ
৩। এক কথায় প্রকাশ কর।
মাঠে খেলা করে যে - খেলোয়াড়।
পায়ে বল কাটিয়ে নেয়ার কৌশল - ড্রিবলিং
ব্যথা প্রশমনের জন্য যা মাখা হয় - মালিশ
অনেক মানুষের একসঙ্গে চেঁচামেচির আওয়াজ - মহাকলরব
কোনো খুঁত নেই - নিখুঁত
শরীরে বাঁধা কাপড়ের লম্বা টুকরা - পটি
বীরের রক্তে স্বাধীন এ দেশ
১। বিপরীত শব্দ লিখ।
দুরন্ত - শান্ত কিশোর - বৃদ্ধ
বাবা - মা প্রবল - ক্ষীণ
অনুরাগ - বিরাগ জীবন - মরণ
যোগ - বিয়োগ দূরে - কাছে
গ্রাম - শহর রাজাকার - মুক্তিযোদ্ধা
পাত্র - পাত্রী অসীম - সসীম
সাহসী - ভীরু প্রতিপক্ষ - স্বপক্ষ
হঠাৎ - ধীরে কৌশল - অপকৌশল
পরিবর্তন - অপরিবর্তন যুদ্ধ - শান্তি
শত্রু - মিত্র নির্দেশ - নিষেধ
আসন্ন - দূরে শহিদ - জীবিত
তুচ্ছ - গুরুত্বপূর্ণ সুনাম - বদনাম
অর্জন - বর্জন স্বল্প - অধিক
অবধারিত - কদাচিৎ নিরাপদ - বিপদ
বীর - ভীরু গৌরব - অগৌরব
লক্ষ্য - লক্ষ্যহীন আহত - নিহত
নির্মম - মমতাময় বিজয় - পরাজয়
২। সমার্থক শব্দ লিখ/ শব্দার্থ লিখ।
দুরন্ত - চঞ্চল বাবা - পিতা
প্রবল - প্রচণ্ড অনুরাগ - ভালোবাসা
যোগ - যুক্ত গ্রাম - গাঁ
অসীম - সীমাহীন সাহসী - নির্ভীক
প্রতিপক্ষ - শত্রু হঠাৎ - আচমকা
কৌশল - পদ্ধতি যুদ্ধ - লড়াই
শত্রু - প্রতিপক্ষ নির্দেশ - আদেশ
আসন্ন - সন্নিকটে শহিদ - মৃত
তুচ্ছ - অবহেলিত সুনাম - খ্যাতি

No comments

Powered by Blogger.