পঞ্চম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা টিউটোরিয়াল -০৭
ইসলাম
ও নৈতিক শিক্ষা
আকাইদ
[পূর্বে
প্রকাশিত অংশের পর]
৭৩.
কয়টি কারণে এক নবীর পর অন্য নবী আসতেন?
ক)
দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ
সঠিক
উত্তর : (খ)
৭৪.
বেহেশত কোন ভাষার শব্দ?
ক)
বাংলা খ) আরবি গ) ফরাসি ঘ) ফারসি
সঠিক
উত্তর : (ঘ)
৭৫.
নবী-রাসূলগণ ছিলেন-
i
পথপ্রদর্শক ii নূরের তৈরি iii নিষ্পাপ
নিচের
কোনটি সঠিক?
ক)
i খ) ii গ) i ও iii ঘ) iii
সঠিক
উত্তর : (গ)
৭৬.
নিফাকের ফলে সমাজে সৃষ্টি হয়-
i
অশান্তি ii. ঝগড়া iii মতৈক্য
নিচের
কোনটি সঠিক?
ক)
i ও ii খ) i ও iii গ) ii ঘ) iii
সঠিক
উত্তর : (ক)
৭৭.
আল্লাহ মানুষকে ক্ষমা করে দেন-
i.
পাপ করে অনুতপ্ত হলে ii. তাওবা করলে iii. আল্লাহর কাছে ক্ষমা চাইলে
নিচের
কোনটি সঠিক?
ক)
i খ) ii গ) iii ঘ) i, ii ও iii
সঠিক
উত্তর : (গ)
৭৮.
হাসিবুন শব্দের অর্থ কী?
ক)
হিসাব গ্রহণকারী খ) ক্ষমাশীল গ) দয়ালু ঘ) স্নেহশীল
সঠিক
উত্তর : (ক)
৮৯.
ইসলামের মৌলিক বিষয়গুলোতে বিশ্বাস স্থাপন করাকে কী বলে?
ক)
রিসালাত খ) ইবাদত গ) ইমান ঘ) আকাইদ
সঠিক
উত্তর : (গ)
৮০.
রাসূল শব্দের অর্থ কী?
ক)
সংবাদ খ) সংবাদ বাহন গ) সংবাদ বাহক ঘ) পত্র
সঠিক
উত্তর : (গ)
৮১.
মিথ্যাবাদী কারা?
ক)
মুনাফিকরা খ) কাফিররা গ) মুসাফিকরা ঘ) ব্যবসায়ীরা
সঠিক
উত্তর : (ক)
৮২.
কে অতি ক্ষমাশীল?
ক)
রাসূল (স.) খ) বিচারক গ) আল্লাহ ঘ) হজরত আলী (রা.)
সঠিক
উত্তর : (গ)
৮৩.
জাহান্নামের স্তর কয়টি?
ক)
পাঁচটি খ) ছয়টি গ) সাতটি ঘ) আটটি
সঠিক
উত্তর : (গ)
৮৪.
আল্লাহ গুণবাচক নামসমূহ দ্বারা-
i.
মানুষ চরিত্রবান হয়
ii.
নৈতিক ও মানবিক মূল্যবোধ সৃষ্টি হয়
iii.
তার পরিচয় জানা যায়
নিজের
কোনটি সঠিক?
ক)
i খ) ii গ) iii ঘ) i. ii ও iii
সঠিক
উত্তর : (ঘ)
No comments