পঞ্চম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা টিউটোরিয়াল -০৪

ইসলাম ও নৈতিক শিক্ষা
মো. ফোরকান আহমেদ, সহকারী শিক্ষক মুনলাইট মডেল স্কুল অ্যান্ড কলেজ
আকাইদ
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৩৭. তাকদির শব্দের অর্থ কী?
ক. ভাগ্য খ. বিশ্বাস
গ. আমল ঘ. আনুগত্য
সঠিক উত্তর : (ক)
৩৮. কোন বিশ্বাস মানুষকে সব ধরনের খারাপ কাজ থেকে দূরে রাখে?
ক. তাওহিদে বিশ্বাস খ. রিসালাতে বিশ্বাস
গ. তাকদিরে বিশ্বাস ঘ. আখিরাতে বিশ্বাস
সঠিক উত্তর : (ঘ)
৩৯. সামাদুন শব্দের অর্থ কী?
ক. দয়ালু খ. ক্ষমাশীল
গ. অমুখাপেক্ষী ঘ. সহনশীল
সঠিক উত্তর : (গ)
৪০. কিয়ামতের দিন সূর্য কেমন থাকবে?
ক. আলোহীন খ. সহনীয়
গ. উত্তপ্ত ঘ. শীতল
সঠিক উত্তর : (গ)
৪১. আসমানি কিতাবগুলোর মধ্যে ছোট কিতাবগুলোকে কী বলা হয়?
ক. সগিরা খ. কিতাব
গ. সাদিক ঘ. সহিফা
সঠিক উত্তর : (ঘ)
৪২. বারযাখ হল-
i. কবরের জীবন
ii. আখিরাতের প্রথম পর্যায়
iii. কিয়ামত পরবর্তী জীবন
নিচের কোনোটি সঠিক?
ক. i ও ii খ. i গ. ii ঘ. iii
সঠিক উত্তর : (ক)
৪৩. সকল নবী-
ক. সাহাবি নন খ. রাসূল নন
গ. সত্যবাদী নন ঘ. পুণ্যবান নন
সঠিক উত্তর : ( খ)
৪৪. মুসলমান জাতির ধর্মগ্রন্থ কোনটি?
ক. তাওরাত খ. হাদিস গ. কোরআন ঘ. সহিফা
সঠিক উত্তর : (গ)
৪৫. আল্লাহতায়ালা কিয়ামতের দিন কিসের হিসাব নেবেন?
ক. অর্থবিত্তের খ. কৃতকর্মের
গ. সন্তানসন্ততির ঘ. জমিজমার
সঠিক উত্তর : (ক)
৪৬. রিসালাত শব্দের অর্থ কী?
ক. সংবাদ বহন খ. মহাপ্রলয়
গ. পথ প্রদর্শন ঘ. পরকাল
সঠিক উত্তর : (ক)
৪৭. কী বিশ্বাস মানব চরিত্রকে উন্নত করে?
ক. তাকদির খ. নবুয়তে
গ. কিতাবে ঘ. আখিরাতে
সঠিক উত্তর : (ঘ)

No comments

Powered by Blogger.