পঞ্চম শ্রেণির বিজ্ঞান টিউটোরিয়াল -৯১

পঞ্চম শ্রেণির বিজ্ঞান

সিনিয়র শিক্ষক, উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজউত্তরা, ঢাকা

অধ্যায়-২
বর্ণনামূলক প্রশ্ন
প্রশ্ন : ৩(৬) মাটি ও পানি দূষণের সাদৃশ্য কোথায়?
উত্তর : পরিবেশের গুরুত্বপূর্ণ দুটি উপাদান হল মাটি ও পানি। মানুষের নানা কর্মকাণ্ড পরিবেশের এ উপাদান দুটি নানাভাবে দূষিত হয়। মাটি ও পানি দূষণের সাদৃশ্য বা মিল নিচে দেয়া হল-
* যেখানে সেখানে আবর্জনা যেমন- চিপসের প্যাকেট ও গৃহস্থালির বর্জ্য, অপচনশীল দ্রব্য যেমন- প্লাস্টিক, পলিথিন ইত্যাদি ফেলে মাটিকে দূষিত করে। অনুরূপভাবে পানিতে বিভিন্ন ভাসমান, পচনশীল দ্রব্যাদিসহ নানা ময়লা-আবর্জনা ছুড়ে প্রতিদিন পানিকে দূষিত করে।
* কুষি ক্ষেত্রে ফসলের উৎপাদন বাড়ানোর জন্য জমি বিভিন্ন রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশক ইত্যাদি রাসায়নিক পদার্থ- প্রয়োগের ফলে মাটি মারাত্মকভাবে দূষিত হয়। এ রাসায়নিক সার ও রাসায়নিক দ্রব্য বৃষ্টির পানিতে মিশে বিভিন্ন জলাশয়ের পানি দূষিত হয়।
* কলকারখানার বর্জ্য, বিষাক্ত ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ মাটিতে মিশে মাটি দূষিত হয়। অনুরূপভাবে, পানিতে কলকারখানার বর্জ্য, রাসায়নিক পদার্থ ও বিভিন্ন নৌযানের তেল পানিতে ছড়িয়ে পানি দূষিত হয়। জলজ পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়।
সুতরাং, মাটি ও পানি দূষণের প্রধান কারণ হল মানুষের নানা অসচেতন কর্মকাণ্ড। তাই মাটি ও পানি দূষণ নানা সাদৃশ্য বিদ্যমান।
যোগ্যতাভিত্তিক
প্রশ্ন : রাফিয়াদের গ্রামের বাড়িতে নানাভাবে নলকূপ, নদী ও পুকুরের পানি দূষিত হচ্ছে। ফলে পরিবেশের পানি দূষণের প্রভাবে কী কী ঘটতে পারে লিখ।
উত্তর : খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে। বৃষ্টির পানির সঙ্গে মিশে তা জলাশয়ের পানিকে দূষিত করে। কলকারখানার বর্জ্য, বাড়ির ব্যবহৃত আবর্জনা ইত্যাদির মাধ্যমেও নানাভাবে পানি দূষিত হচ্ছে। দিন দিন পরিবেশে পানি দূষণের ফলে নানা সমস্যা ঘটতে পারে। যেমন-
* দূষিত পানি ব্যবহারের ফলে মানুষ নানা পানিবাহিত রোগ- ডায়রিয়া, কলেরা, যক্ষ্মা, জন্ডিস, আমাশয় ইত্যাদি রোগ হতে পারে।
* মানুষ নানা চর্মরোগে আক্রান্ত হয়।
* আর্সেনিকযুক্ত পানি পান করলে মানুষ আর্সেনিকোসিস রোগে আক্রান্ত হতে পারে।
* নানা পানিবাহিত রোগে ভুগে মানুষ একসময় অকালে প্রাণ হারাতে পারে।
* বিভিন্ন জলজ প্রাণী ক্ষতিগ্রস্ত হয়। পানির বিষক্রিয়ায় অনেক সময় এরা মারা যায়।
* সুপেয় পানীয় জলের অভাব দেখা যায়।
* জলজ উদ্ভিদগুলোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমনকি জলজ পরিবেশও বিনষ্ট হয়।
* জলাশয়ের তলদেশের মাটির উর্বরাশক্তি নষ্ট হয়।
সুতরাং পরিবেশে পানি দূষণের প্রভাবে গোটা জীব জগৎ ও জলাশয়ের মাটি ক্ষতিগ্রস্ত হয় ও পরিবেশে এর বিরূপ প্রভাব পড়ে।

No comments

Powered by Blogger.